Share with your friends
Call
কোষ পরিভ্রমণ শিখন অভিজ্ঞতামূলক কাজটির মাধ্যমে আমি বুঝতে পেরেছি। জীবদেহের জন্য কোষের গুরুত্ব বর্ণনাতীত। জীবদেহের যাবতীয় কাজের আধার হলো কোষ। তথাপি কোষের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ছিল ক্লোরোপ্লাস্টের পরিচিত ও কাজ। এই যে উদ্ভিদজগতে পাতা, ফুল, ফলের এত বৈচিত্র্য, তা হয়েছে ক্লোরোপ্লাস্টের কারণেই। মানুষসহ জীবজগতের বেশিরভাগ সদস্য তাদের শক্তির যোগান পায় যে প্রক্রিয়া থেকে, সেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। এজন্য কোষের সকল অংগাপুর মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি বিশেষ স্থান দখল করে আছে।
Talk Doctor Online in Bissoy App