Call
‘কোষ পরিভ্রমণ’ শিখন অভিজ্ঞতামূলক কাজটি ছিল অনেক চিত্তাকর্ষক ও আকর্ষণীয়। এ কাজটির মাধ্যমে আমরা উদ্ভিদ ও প্রাণিকোষের অঙ্গাণুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। উদ্ভিদ ও প্রাণিকোষের অঙ্গাণুগুলোর মিল-অমিলগুলোও জানতে পেরেছি। বিশেষ করে ট্যুর গাইড হিসেবে বিভিন্ন অঙ্গাণুর পরিচিত প্রদানের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণিকোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে নতুন যা শিখলাম তা হলো, উদ্ভিদ ও প্রাণিকোষের অঙ্গাণুগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন- উদ্ভিদকোষে আছে ক্লোরোপ্লাস্ট ও কোষপ্রাচীর যা প্রাণিকোষে নেই। আবার প্রাণিকোষে আছে সেন্ট্রোসোম, যা উদ্ভিদকোষে নেই।
Talk Doctor Online in Bissoy App