Call
গনগনে রোদে কোন বস্তু বেশিক্ষণ রেখে দিলে বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে। সব বস্তুই একইরকম গরম হয়ে ওঠে না। কারণ সববস্তুই সমানভাবে তাপ গ্রহণ করতে পারে না। যে সকল বস্তু রোদে রাখলে বেশি গরম হয়। সেগুলো হতে পারে- ১. লোহার বস্তু রেললাইন, রেললাইনের চাকা, পেরেক, রড ইত্যাদি। ২. স্টিলের বস্তু হাঁড়ি, কড়াই, গামলা, চামচ ইত্যাদি। ৩. পিতলের বস্তু পিতলের থালা-বাসন, হাঁড়ি-পাতিল, গ্লাস ইত্যাদি। ৪. অ্যালুমিনিয়ামের বস্তু অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি, কলস, কড়াই ইত্যাদি। ৫. তামার বস্তু তামার তার, তামার তৈরি মোটরের কয়েল ইত্যাদি। ৬. সিলভারের বস্তু হাঁড়ি, কড়াই, টিন, কলস ইত্যাদি।
Talk Doctor Online in Bissoy App