Call
যে পাশে বস্তুর ভর বেশি সে পাশ অপরপাশ থেকে নিচে থাকবে। এখানে দাড়িপাল্লার ডানপাশের বস্তুর ভর = ২.৫ কেজি = ২৫০০ গ্রাম এবং বামপাশে টমেটোর ভর ২৯০০ গ্রাম। সুতরাং ডানপাশে কম ভর থাকায় ডানপাশ ভূমি থেকে বেশি উচ্চতায় থাকবে। দুইপাশ একই উচ্চতায় রাখতে হলে দুইপাশের ভর সমান হতে হবে। এখানে বামপাশে ভর (২৯০০ – ২৫০০) = ৪০০ গ্রাম বেশি। সুতরাং বামপাশ থেকে ৪০০ গ্রাম ভর কমাতে হবে। প্রতিটি টমেটোর ভর ১০০ গ্রাম হওয়ায়, ৪০০ গ্রামের জন্য (৪০০/১০০) বা ৪টি টমেটো দাড়িপাল্লা থেকে নামাতে হবে।
Talk Doctor Online in Bissoy App