Call
প্রভু জগদ্বন্ধু সমাজের সকলকে সমান হয়ে চলার শিক্ষা দিয়েছেন। তার এ শিক্ষা সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। সমাজে সবাই সমান। কেউ উঁচু-নীচু নয়। এ ধরনের অনেক দৃষ্টান্ত প্রভু জগদ্বন্ধু রেখে গেছেন। তার মধ্যে একটি হলো তখনকার দিনে ফরিদপুরের উপকণ্ঠে সাঁওতাল, বাগদী ও নমঃশূদ্রদের বাস ছিল। সমাজপতিদের কাছে তারা ছিল ঘৃণার পাত্র। তাদের জন্য প্রভুর মন কেঁদে ওঠে। তিনি একদিন বাগদীদের সর্দার রজনীকে ডেকে এনে বুকে জড়িয়ে ধরেন এবং বলেন, মানুষের মাঝে উঁচু-নীচু কিছু নেই। সবাই সমান।
Talk Doctor Online in Bissoy App