Call
বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবার ও স্যাটেলাইটের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো- ১. স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে ৩৬,০০০ কি. মি. উপরে অবস্থান করে তথ্য প্রেরণ করে। অপরদিকে, অপটিক্যাল ফাইবার সমুদ্রের তলদেশ দিয়ে তথ্য আদান-প্রদান করে। ২. স্যাটেলাইট মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার তথ্য প্রেরণ করে কিন্তু অপটিক্যাল ফাইবার আলোক সংকেত ব্যবহার করে তথ্য প্রেরণ করে। ৩. স্যাটেলাইটের গতি তুলনামূলক কম কিন্তু অপটিক্যাল ফাইবারের গতি তুলনামূলক বেশি। ৪. স্যাটেলাইট তারবিহীন যোগাযোগ মাধ্যম কিন্তু অপটিক্যাল ফাইবার তারযুক্ত যোগাযোগ মাধ্যম। ৫. খারাপ আবহাওয়ায় স্যাটেলাইট সিগন্যালের বিঘ্নতা ঘটে কিন্তু অপটিক্যাল ফাইবারের সিগন্যালের বিঘ্নতা হয় না।
Talk Doctor Online in Bissoy App