Share with your friends
Call
বৎসাসুর ছিলেন রাজা কংসের অনুচর। একদিন শ্রীকৃষ্ণ, বলরাম এবং অন্য গোপ বালকেরা গরু চরাচ্ছিলেন। তখন সে বাছুররূপে গরু-বাছুরের সাথে মিশে গিয়ে তাকে মারতে চেয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণের সাথে অন্য যারা ছিলেন তারা কেউ বুঝতে না পারলেও শ্রীকৃষ্ণ তাকে ঠিকই চিনলেন। তখন তিনি বাছুররূপী বৎসাসুরের লেজ ও দু’পা ধরে গাছের সাথে জোরে আছাড় মারলেন। বৎসাসুর মারা গেল।
Talk Doctor Online in Bissoy App