Call
সুখী মানুষের জামা না পাওয়ায় মোড়লের সমস্যার সমাধান হলো না। মোড়ল অত্যাচারী ব্যক্তি ছিল। সে মানুষদের মনে কষ্ট দিয়ে তাদের সম্পদ কেড়ে নিয়ে ধনী হয়েছিল। সে অনেক সম্পদের মালিক ছিল কিন্তু তার জীবনে শান্তি ছিল না। ফলে সে চরম অসুস্থ হয়ে পড়েছিল। কবিরাজ বলেছিল কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে তার অসুস্থতা চলে যাবে। কিন্তু পাঁচ গ্রাম খুঁজেও কোনো সুখী মানুষ পাওয়া গেল না। অবশেষে একজন লোককে পাওয়া গেল যে বনে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। কিন্তু এই সুখী মানুষটির কোনো জামা ছিল না। তাই সুখী মানুষের জামা না পাওয়ায় মোড়লের সমস্যার সমাধান হলো না।
Talk Doctor Online in Bissoy App