Call

 

DBMS হলো শুধু ডাটাগুলো সংগ্রহ করে।  এটা একটা অন্যটার সাথে যুক্ত থাকে না।  এক কথায় এটা অনেকটা চার্ট বা গ্রাফের মতো কাজ করে বলা যেতে পারে। কিন্তু RDBMS একটা টেবিল অন্য একটা টেবিলের সাথে প্রাইমারি Key এর মাধ্যমে সংযুক্ত থাকে যার ফলে একটা ডাটার সাথে অন্য ডাটা ফাইলের সংযুক্তি থাকে। এতে করে ডাটাগুলো খুঁজা বা কোনো বিশেষ কাজে লাগানো সুবিধাজনক।  তাছাড়া RDBMS ব্যবহার করে সহজে ডাটা আপডেট এবং সংগ্রহ করা যায়। আর সেই জন্যই DBMS এর পরিবর্তে RDBMS ব্যবহার করা হয়।

Talk Doctor Online in Bissoy App