Call
‘শুরা’ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ ‘পরামর্শ’। প্রাক ইসলামী যুগের দারুন নাথওয়াই বায়ো জ্যৈষ্ঠ পরিষদের অনুকরণে রাসূল (সা.) এ পরামর্শ ব্যবস্থায় চালু রাখেন। হযরত আবু বকর (রা.) -এর সময়কালেও এ ব্যবস্থা চালু ছিল। হযরত ওমর রাঃ এই অবস্থাকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করে। কারণ তিনি সব সময় বলতেন, ‘পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না।’এ গণতান্ত্রিক চেতনার উদ্যোক্ত হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছ ভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রনাপরিষদ গঠন করেন যা মজলিস উস- শুরা বা
Talk Doctor Online in Bissoy App