Call
‘প্রাণিজগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী।’- উক্তিটি দ্বারা সরীসৃপদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়-এ কথাই বলা হয়েছে। সরীসৃপ প্রাণী সাধারণত শীতল রক্তবিশিষ্ট হয়। ঠাণ্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে। তা ছাড়া সরীসৃপদের মধ্যে কোনো কোনো প্রজাতি যেমন সাপ বেশ কৌতূহলোদ্দীপক হয়ে থাকে। এ সবকিছু চিন্তা করেই কিউরেটরদ্বয় বলেছিল প্রাণিজগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী।
Talk Doctor Online in Bissoy App