Call
‘সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন’-উক্তিটি দ্বারা সব প্রাণীর মূল গঠন ডিএনএ দ্বারা গঠিত-এটাই বোঝানো হয়েছে। পৃথিবীর সব প্রাণি একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর ডিএনএ একই রকম। সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। প্রাণিগুলোর নীলনকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা হয়েছে। কারো এই নীলনকশা সহজ, কারো জটিল এটুকুই হচ্ছে পার্থক্য।
Talk Doctor Online in Bissoy App