Share with your friends
Call
জনগণের সম্পৃক্ততায় অংশীদারিত্বের ভিত্তিতে যে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয় তাই সামাজিক বনায়ন। সামাজিক বনায়নের চারটি উদ্দেশ্যে হলো- i. উডলট তৈরি ii. সার্বিক কৃষি উন্নয়ন বৃদ্ধি করা iii. জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা iv. কুটির শিল্পে কাঁচামালের যোগান দেওয়া।
Talk Doctor Online in Bissoy App