Call
ফোড়া পাকলে আগে সেটা বের করতে হবে,,তারপর ড্রেসিং  করতে হবে, এন্টিবায়োটিক খেতে হবে,,পাউডার ব্যবহার করা যাবে না।

আমার ফোড়ার অর্ধেকটা পাকার পর ভেতর থেকে মল রক্ত বের করি। বাকি অন্যপাশ এখনো শক্ত। বাহিরে যাওয়ার প্রয়োজনে ২ দিন যাবৎ মুখে নেবানল পাউডার দিয়ে তার উপর ওয়ানটাইম ব্যান্ডেজ দিয়ে তারপর বের হইছি। এখন কেমন যেনো মনে হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে। আর অন্যপাশটা এখনো শক্ত। এখন করণীয় কি?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ