শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাচ্চাদের ক্ষেত্রে কোমর এর নিচে কোন অপারেশন করলে (অন্ডথলির / পেনিস/ মলদ্বার / পা) আমরা রিজিওনাল এনেস্থিসিয়া দেই। তবে বাচ্চা রা যেহেতু ভয় পায়, তাই রিজিওনাল এনেস্থিসিয়া র সাথে সাধারণত সিডেশন বা ঘুমের ওষুধ দেওয়া হয়।
পেটের বা বুকের ভিতর / ঘাড় বা মাথায় কোন অপারেশন করলে সাধারণত জেনারেল এনেস্থিসিয়া দেওয়া হয়।
রিজিওনাল এনেস্থিসিয়া র সুবিধা হলো - রোগী খুব তারাতাড়ি রিকোভার করে, অপারেশন এর জায়গায় অনেক্ক্ষণ ব্যাথা থাকে না। অপারেশন ছোট হলে রোগী ওই দিন ই বাড়ি যেতে পারে। তবে সমস্যা হল রিজিওনাল এনেস্থিসিয়া দিয়ে বড় অপারেশন দীর্ঘ সময় ধরে করা যায় না।
জেনারেল এনেস্থিসিয়া র সুবিধা হলো বড় অপারেশন দীর্ঘ সময় ধরে সহজেই করা যায়। ঝুঁকি কম তবে রিকোভারি তে একটু বেশি সময় লাগে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ