Call

অনেক বাবা -মা জানতে চান- বাচ্চাদের হার্নিয়া অপারেশন কতদিনের মধ্যে করতে হবে? অনেকে আবার বলেন - বাচ্চা তো ছোট, আর একটু বড় হলে অপারেশন করা যাবে না?
ভিডিওতে যে বাচ্চাটিকে দেখানো হয়েছে তার এক বছর ধরে হার্নিয়া ছিল, বাবা-মা অপারেশন এর জন্য সময় সুযোগ করতে পারেননি। কিন্তু হটাত রাতের বেলায় তার হার্নিয়া অবস্ট্রাকটেড হয়। জরুরি ভিত্তিতে রাত ১২ টায় আমরা অপারেশন করি। অপারেশন করতে বিলম্ব হলে বিপদের ঝুকি ছিল।
আমরা সাধারনত ইঙ্গুইনাল হার্নিয়া কে বলি 'ইলেকটিভ ইমার্জেন্সি'। এর মানে হচ্ছে - এখন, এই মুহুর্তে অপারেশন করতে হবে, এমন না। তবে নিজেদের সুবিধামতো সময়ে যত দ্রুত সম্ভব অপারেশন টা করে নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ