Share with your friends
Call

Posterior urethral valve (PUV) বা পস্রাবের রাস্তায় পর্দা বাচ্চাদের একটা জন্মগত রোগ। এই বাচ্চাদের মুত্রথলি র নিচে একটা পর্দা থাকে যেখানে পস্রাব আটকে যায়। এতে বাচ্চার পস্রাব করতে কষ্ট হয়, মুত্রথলি র চাপ বেড়ে যায়, এবং পস্রাব জমে কিডনি ফুলে যায়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করতে না পারলে বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আশার কথা হচ্ছে আধুনিক এন্ডোস্কোপিক সার্জারি র মাধ্যমে রক্তপাতহীন ভাবে এই ভালব বা পর্দা কাটা যায়।

Talk Doctor Online in Bissoy App