গত পরশুদিন রাতে আমি ছোলা-মুড়ি-সিঙ্গারা ইত্যাদি খেয়েছি, তারপর আবার ভাত খেয়েছিলাম। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি ডান স্তন ঘেষে নিচে হালকা ব্যথা। খাবার খাওয়ার সময় খাবার যখন ঐ এলাকা দিয়ে যায় তখন ব্যথা করে। পানি খেলে এবং ঢোক গিলার পর যখন মুখের লালা বা পানি ঐ এলাকা দিয়ে যায় তখন ব্যথা করে। এন্টাসিড খেয়েছি ৩-৪ বার। তবুও কমছে না। এটি কিসের লক্ষণ এবং প্রতিকার কি দয়া করে জানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে