শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নিম্নে উন্নয়নশীল দেশের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো– 

☞ পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের সূচনা হয়।

☞ পরিকল্পিত কৃষি ও শিল্প উন্নয়ন।

☞ জাতীয় মাথাপিছু আয় ক্রমোন্নতি।

☞ উন্নয়নের আর্থসামাজিক ভিত্তি স্থাপন।

☞ সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধির প্রবণতা।

☞ জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানব উন্নয়নে ঊর্ধ্বমুখী ধারা।

☞ শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রার মানের উন্নয়ন।

☞ প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের প্রসারতা।

☞ আর্থিক সম্পদ এর পূর্ণ সদ্ব্যবহার।

☞ রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বলতা।

☞ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্রমোন্নতি।

☞ অনুন্নত সামাজিক ও ধর্মীয় পরিবেশ।

☞ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ