Call

উত্তরঃ কানাডা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথমত বলি যে নির্দিষ্ট করে ঘুমের কোন মেডিসিন নেই।তবে যেগুলো ট্যাবলেট রেজিস্টার চিকিৎসক গন প্রেসক্রিপশন করে থাকেন ওসব মুলত মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ত,ভয় ভিতী,মৃগী সহ ডিপ্রেশন, এসব সমস্যা যদি কোন রুগির মধ্যে দেখা যায় তখন চিকিৎসক Alprazolam বা Clonazepam জাতীয় ঔষধ প্রেসক্রিপশন করেন।কিন্তু এসব ঔষধ নির্দিষ্ট ভাবেই ঘুমের নয়। ঘুম হচ্ছে প্রকৃতির দান যা সন্ধা বা রাত হলেই অটোমেটিক ভাবেই চোঁখে ঘুম আসে।

আর যাদের সহজেই ঘুম না আসে বা ঘুমাতে পারেন না, নানান টেনশন, ভয় ভিতী ও মানুসিক ভাবে মনের মধ্যে  অস্থিরতা কাজ করে তাদের Clonazepam জাতীয় ঔষধ সাজেসট করা হয় যা বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শে।সুতারং আপনার সমস্যা একজন চিকিৎসক কে জানান ও প্রেসক্রিপশন করে নিন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ