Share with your friends
Call

United States-Mexico-Canada Agreement

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

ইমার্জেন্সি পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলো 

  • খাওয়ায় অরুচি ,
  • মাথা ব্যথা,
  • তলপেটে ব্যথা
  • ফোটা ফোটায় মাসিকের রক্তপাত হতে পারে।
  • স্তন ব্যথা হতে পারে।
  • শরীরের ত্বাপমাত্রা উঠা নামা হতে পারে
  • বমি বমি ভাব,
  • খাবারে দুর্গন্ধ লাগা,
  • শরীর ক্লান্তি লাগা
  • মাসিকে অনিয়মিত হয়
  • অনেকেরি মাসিকের সময় পিছিয়ে যায় আবার কারো অস্বাভাবিক করে মাসিকের রক্তপাত যায় ।
  • মাসিকের তারিখ হয়ে কয়েকদিন আগেই মাসিক হতে পারে বা মাসিকের তারিখের চেয়ে ৩/৪ সপ্তাহ পিছিয়ে যেতে পারে ।


এছাড়াও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে তবে উক্ত সব ইফেক্ট সবার ক্ষেত্রে সমান হারে সব গুলোএক সাথে প্রভাব ফেলবে না। এদের মধ্যে কোন গুলো কারো মধ্যে কম্বা বা বেশি প্রভাব ফেলতে পারে।  যদি উক্ত সমস্যা গুলো সিরিয়াস হয় তাহলে গাইনি চিকিৎসিকের কাছে যাবেন বা আমাদের কাছে জিজ্ঞাসা করবেন আসা করি চেষ্টা করবো পরামর্শ দিতে । আসা করি বুঝতে পারছেন । পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

Talk Doctor Online in Bissoy App