Call

১ অক্টোবর, ২০১৮

Talk Doctor Online in Bissoy App
Call

নিয়তের স্থান হল মানুষের অন্তর। সুতরাং নিয়ত অন্তরে করতে হবে মুখে উচ্চারণ করার কোন প্রয়োজন নেই। মুখে উচ্চারণ করা বরং শরিয়ত পরিপন্থি।

 নফল রোজার নিয়তে সেহরী ও ইফতার খাওয়াই যথেষ্ট। এতে রোজা আদায় হয়ে যাবে।

রোজাদার যখন রাতের খাবার খায় তিনি রোজা রাখার ইচ্ছায়ই খায়। কোন ব্যক্তি ইচ্ছা পোষন করলো যে, আগামি কাল রোজা রাখব এবং রোজা রাখার ইচ্ছা করে, এতেই তার নিয়ত হয়ে যায়। আলাদাভাবে নিয়ত করার প্রয়োজন নেই।

Talk Doctor Online in Bissoy App