Call

বিশেষ কিছু সুবিধার জন্য টরোয়ডাল ট্রান্সফরমার ব্যবহার করা হয়, যথাঃ  ,  ,

  • একই আকৃতির সাধারন ট্রান্সফরমারের তুলনায় টরোয়েড ট্রান্সফরমার অনেক বেশি আউটপুট পাওয়ার দিতে সক্ষম  ,উপযুক্ত ভাবে নির্মিত টরোয়েড ট্রান্সফরমার এর এফিশিয়েন্সি বেশি হয়ে থাকে।  ,
  • টরোয়েড ট্রান্সফরমার এর ইন্ডাকটেন্স মান বেশি হয় যা ক্ষেত্র বিশেষে সুবিধা জনক।  ,
  • টরোয়েড কোর ট্রান্সফরমার এর ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ নাই বললেই হয়।  ,
  • অফ লোড লস অনেক কম।  ,
  • এর দ্বারা উৎপন্ন নয়েজ অনেক কম যা বিশেষ ভাবে সূক্ষ্ণ যন্ত্রপাতির জন্য অতীব জরুরী।  ,ম্যাকানিক্যাল হাম বা নয়েজ ও অনেক কম। যা সাধারন EI কোর ট্রান্সফরমার এ অনেক বিরক্তির কারণ।  ,
  • এর গোলাকার আকৃতির জন্য একে সহজে যে কোন কিছুর সাথে সংযুক্ত করা যায়।  ,একই ক্ষমতার সাধারণ ট্রান্সফরমার এর তুলনায় এর আয়তন প্রায় অর্ধেক হতে পারে।  ,
  • এত সুবিধা থাকা সত্বেও টরোয়েড কোর ট্রান্সফরমার প্যাঁচানো ও এর নির্মান শৈলী জটিল হবার কারনে সাধারণ ব্যবহারের জন্য আমাদের দেশে তেমন জনপ্রিয় হয়নি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলাদেশের একমাত্র আদিবাসী বীরবিক্রম ইউ কে চিং মারমা। ১৯৩৩ সালে তিনি বান্দরবানে জন্মগ্রহণ করেন। তার পিতা বাউশাউ মারমা ছিলেন একজন কাঠমিস্ত্রী এবং মাতা ছিলেন গৃহিনী। 


কুড়িগ্রামে ভয়াবহ এক যুদ্ধে তার কয়েকজন সহযোদ্ধা শহীদ হলেও তিনি ভাগ্যক্রমে বেচে যান। এই মহান মুক্তিযোদ্ধা ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। 


তথ্যসূত্রঃ 

  1. বাংলা আদিবাসী গান
  2. ইউ কে চিং
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ