MD Khan

Call
  • থাইরয়েড হরমোন শরীরের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে বলে এর অভাবে অন্যান্য অঙ্গের মতো ত্বকেও দেখা দেয় নানা সমস্যা। এর মধ্যে সবচেয়ে পরিচিত সমস্যাটি হলো শুষ্ক ত্বক।
  • হাইপোথাইরয়েড রোগীদের ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে, ফেটে যেতে পারে এবং চামড়া উঠতে পারে।
  • অনেকের অতিরিক্ত শুষ্কতার জন্য ত্বক চুলকায়।
  • চোখের নিচ ফোলা মনে হতে পারে।
  • এ রোগে আক্রান্ত ব্যক্তিদের আরও একটি বড় সমস্যা চুল পড়ে যাওয়া। অতিরিক্ত চুল পড়ে যাওয়া, চুল ভঙ্গুর হয়ে যাওয়া, এমনকি ভ্রু পাতলা হয়ে যাওয়াও এ রোগের উপসর্গ।
  • কারও কারও ত্বক ফ্যাকাশে বা হলুদাভ মনে হতে পারে।
  • হাইপোথাইরয়েডিজম হলে রক্তশূন্যতা হয় বলে হাতের তালু, নখ ফ্যাকাশে দেখায়, নখ বেঁকে যেতে পারে, নখ ভঙ্গুর মনে হয়।
  • এ ধরনের রোগীদের অ্যালার্জিজনিত সমস্যাও বেশি হয়। অটো ইমিউন থাইরয়েড রোগের সঙ্গে শ্বেতী বা ভিটিলিগো থাকা বিচিত্র নয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ