আয়রণ পলিমলটোজ কমপ্লেক্স + ফলিক এসিড + জিংক + ভিটামিন বি কমপ্লেক্স (Iron Polymaltose Complex + Folic Acid + Zinc + Vitamin-B Complex) এ আছে Iron Polymaltose Complex + Folic Acid + Zinc + Vitamin-B Complex (আয়রণ পলিমলটোজ কমপ্লেক্স + ফলিক এসিড + জিংক + ভিটামিন বি কমপ্লেক্স)। আয়রণ পলিমলটোজ কমপ্লেক্স + ফলিক এসিড + জিংক + ভিটামিন বি কমপ্লেক্স (Iron Polymaltose Complex + Folic Acid + Zinc + Vitamin-B Complex) এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, মাত্রা ও সেবনবিধি, সতর্কতা, মিথষ্ক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, মাত্রাধিক্যতাঃ

In this preparation, Iron is present as Iron Polymaltose Complex, a novel Iron preparation, which contains nonionic Ferric Iron and Polymaltose in a stable complex. This facilitates a controlled absorption of the Iron when it comes in contact with the mucosal cell surface. Being non-ionic, Iron Polymaltose Complex is more stable than conventional Iron form. Folic acid helps in the proper development of the baby. Zinc keeps enzymes working and helps metabolize proteins. Vitamins are essential for building up tissue and the release of energy from the breakdown of foods.

কাজ

জিলিরন-বি ক্যাপসুল আয়রণ, ফলিক এসিড, ভিটামিন বি-কমপ্লেক্স এবং জিংক এর অভাব জনিত রােগের চিকিৎসায় ও প্রতিরােধে নির্দেশিত।

থেরাপিউটিক ক্লাস

Iron & Vitamin Combined preparations

মাত্রা ও সেবনবিধি

  • প্রতিদিন ১টি ক্যাপসুল।
  • জটিল অবস্থায় দুইটি ক্যাপসুল প্রয়ােজন হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত সুসহনীয়। খুব কম এ্যালার্জি ক্রিয়া দেখা দিতে পারে।

সতর্কতা

সকল আয়রণ প্রস্তুতির মত মলের রং কালাে হতে পারে যার কোন ক্লিনিক্যাল গুরুত্ত্ব নেই।

ঔষধের মিথষ্ক্রিয়া

As Iron Polymaltose is non-ionic in nature, no interaction has been found with other drugs or food. Zinc of this formulation may interfere with absorption of fluoroquinolone antibiotics and Tetracycline. Angiotensin-converting enzyme inhibitors may cause Zinc depletion.

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

যদি সম্ভব হয় গর্ভাবস্থায় প্রথম তিন মাস যে কোন প্রকার ওষুধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত সঠিকভাবে আয়রণের ঘাটতি নিশ্চিত হলেই কেবল মাত্র প্রথম তিন মাসে আয়রণ গ্রহণ করা যেতে পারে। গর্ভাবস্থার শেষ দিনগুলিতে আয়রণে ঘাটতি প্রতিরােধে এবং খাদ্যের অপর্যাপ্ততায় জিংক এবং ফলিক এসিডের ব্যবহার যুক্তিযুক্ত।

মাত্রাধিক্যতা

No intoxication or Iron overloading has been reported in case of overdose. Higher doses of Nicotinamide may cause vomiting, diarrhea. Sensory neuropathy was observed with administration of more than 200 mg Pyridoxine for very long periods. High Zinc consumption may promote Copper deficiency due to the antagonistic relationship of these two minerals. No cases of Folic Acid overdosages has been reported.

প্রতিলক্ষণ

যাদের এই ওষুধের কোন উপাদানে প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া

যেহেতু জিলিরনবি ক্যাপসুলে আয়রণ কমপ্লেক্স রূপে যুক্ত থাকে, তাই খাদ্য উপাদান (ফাইটেটস, অক্সালেটস, টেনিন ইত্যাদি) বা অন্য কোন ওষুধ (টেট্রাসাইক্লিন, এন্টাসিড) এর সাথে কোন বিক্রিয়ার সম্ভাবনা নেই।

সংরক্ষণ

Store at a cool & dry place, protected from light & moisture. Keep out of reach of children.


শেয়ার করুন বন্ধুর সাথে