নিয়মিত বা রেগুলার পিরিয়ড/ মাসিক হলো ২৮ দিন পর পর হয়। ২৮ দিনের ৭ দিন আগে বা ৭ দিন পরে হতে পারে অর্থাৎ ২১ থেকে ৩৫ দিনের ভিতর হলেও তা যদি নিয়মিত ব্যকধানে হয় তাহলে তাকে রেগুলার পিরিয়ড/ মাসিক বলে । আর ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হলে আর তা যদি ৩ দিনের কম ও ৭ দিনের বেশী হয় তাহলে তাকে অনিয়মিত পিরিয়ড/ মাসিক বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ