অনার্স ২য় বর্ষ পরিক্ষায় আমার একটি অংকে ভুল হইছে।মানে যোগ-বিয়োগে ভুল হইছে।এখন কি ফুল মার্ক কাটবে নাকি না কিছু বুজতাছি না।আপনারা কেউ কি এই বিষয়ে কিছু জানেন?


শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত কোন অংক যদি ভাগ ভাগ করা না থাকে তাহলে ভুল করলে কোন মার্ক দেয়া হয় না।

তবুও এটা একান্তই আপনার কোর্স টিচারের সিদ্ধান্ত।

উনি আপনার অংকের সূত্র/প্যার্টান বিবেচনা করে কিছু মার্ক দেয় সেটা উনার ইচ্ছা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ