মাসিক/ পিরিয়ডের 2 দিন আগে মিলন করলে বেবি কন্সিভ হয় না। এমন কি মেন্স হওয়ার 10 দিন আগে থেকে নিরাপদ মিলন করতে পারবেন। চিন্তা এর কোন কারণ বেবি কন্সিভ হবে না। কনডম একাধিক বার ব্যবহার করা থেকে বিরত থাকুন , এর থেকে বিভিন্ন জীবাণু আক্রান হতে পারে।

কনডম একবারই ব্যবহার করেছি। নতুন কনডম পরার পরে তা টিসু দিয়ে ভালোভাবে মুছে যোনিতে প্রবেশ করাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

একই কনডম দুইবার ব্যবহার করা উচিত না।  একটা সম্ভাবনা থেকেই যায়।  প্রেগন্যান্সি টেস্ট করে নিন। 

একই কনডম দুইবার ব্যবহার করিনি। নতুন কনডম পরার পরে তা টিসু দিয়ে ভালোভাবে মুছে যোনিতে প্রবেশ করাই।

নতুন কনডম যখন ব্যবহার করেছেন তখন সমস্যা হবার কথা না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ