হ্যা নিরাপদ। কিন্তু পিরিয়ডের ডেট দেরি কেন হচ্ছে ? সেটা জানেন কি? সে কি আগেই কন্সিভ করেছে বা অনিয়মিত পিরিয়ডের কারনে হচ্ছে। সেটা জানতে হবে। আবার যাদের অনিয়মিত মেন্স হয় যেমন ২ মাস পর পর বা ৩ মাস পর পর যদি এমন কোন রেকর্ড থাকে তাহলে কোন দিন বাচ্চা কন্সিভ করবে বা কোন দিনটা নিরা পদ সেটা পরিক্ষা ছাড়া বলা সম্ভব না। 

পিরিয়ড মাঝে মাঝে অনিয়মিত হয় তবে ৪০ দিনের মধ্যে। আর প্রেগনেন্ট না।

নিরাপদ মিলন করতে পারবে না।

মিলনের আগে হাতে স্যানিটাইজার স্প্রে করে টিসু দিয়ে হাত মুছে কনডম পরে কনডম টিসু দিয়ে আবার মুছে তার পরে মিলন করেছি। বীর্য বের করিনি। স্ত্রীর পিরিয়ডের ডেটের ২ দিন আগে। প্রেগনেন্ট হওয়ার সম্ভবনা আছে?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
Assalamo alikom 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ