শেয়ার করুন বন্ধুর সাথে

টেলিভিশন ও রেডিওতে সংবাদ উপস্থাপনা বর্তমান সময়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় পেশাগুলোর অন্যতম। এই পেশায় আছে খ্যাতি, সম্মান ও পরিচিতি। সংবাদ উপস্থাপক হতে হলে শিক্ষার্থীদের জানতে হবে প্রমিত উচ্চারণ, সংবাদ উপস্থাপনার কলাকৌশলসহ আরো বেশ কিছু বিষয়। সুন্দর ভয়েস ও বাচনভঙ্গির পাশাপাশি শিক্ষার্থীকে হতে হবে স্মার্ট এবং প্রেজেন্টেবল। যে কেউ এসকল পেশায় ন্যুনতম যোগ্যতা (স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি) অর্জনের মাধ্যমে কাজ করার সুযোগ পেতে পারেন। আমাদের দেশে টিভি চ্যানেলগুলোতে কাজের ক্ষেত্র দিন দিন বাড়ছে। অনেকেই এ ক্ষেত্রকে চ্যালেঞ্জিং ক্যারিয়ার ও বলে থাকেন। ব্যক্তির আগ্রহ, যোগ্যতা আর সৃজনশীলতা থাকলে সহজেই এক্ষেত্রে স্থান করে নেয়া সম্ভব। মিডিয়া সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা না করেও যে কেউ ভালো প্রশিক্ষণ নিয়ে এখানে ক্যারিয়ার গড়তে পারেন। বাংলাদেশে বর্তমানে প্রায় প্রায় ২৬টি টিভি চ্যানেল ও ১০টি এফএম ব্যান্ড রেডিও চালু রয়েছে এবং সম্প্রচারের অপেক্ষায় আছে আরো ১০ টি টিভি চ্যানেল। টিভি ও রেডিওতে ব্যাপক চাহিদা সংবাদ উপস্থাপকদের। টিভি চ্যানেলগুলোতে কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) ‘টেলিভিশনে সংবাদ উপস্থাপনা’ বিষয়ক দুই মাসব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। কোর্সটি পরিচালনা করবেন সংবাদ উপস্থাপক শামসুদ্দিন হায়দার ডালিম (মাছরাঙা), শামীম আরা মুন্নি (এটিএন বাংলা), সৈয়দ ফজলে নিয়াজ (চ্যানেল ২৪), সাদত শাকের (বাংলাভিশন), মুজাহেদুল ইসলাম সিব্বির (ইটিভি), রাইসুল হক চৌধুরী (এনটিভি), ফাবলিহা বুশরা (চ্যানেল আই) এবং উচ্চারণ বিশেষজ্ঞ ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ড. ফাহিম হাসান শাহেদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ