শেয়ার করুন বন্ধুর সাথে

সুরা ফাতিহা শেষ করে 'আমিন' ও বিসমিল্লাহ পড়ার পর যে কোনো একটা সুরা কিংবা কুরআনের ধারাবাহিক যে কোনো তিনটি আয়াত পড়তে হবে। এটাকেই সুরা মিলানো বলে। এক্ষেত্রে কুরআন অনুযায়ী সুরার ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক। অর্থাৎ, প্রথম রাকাতে যদি 'সুরা ফিল' পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে 'সুরা কুরাইশ' বা এর পরের যে কোনো সুরা পড়তে হবে। কিন্তু 'সুরা হুমাযাহ' বা এর আগের কোনো সুরা পড়া যাবে না। ইচ্ছাকৃত এমনটি করলে মাকরুহ হবে। আর ছোট দুই সুরার মাঝে এক সুরার ফাঁকা রাখা যাবে না; কমপক্ষে দুই সুরা ফাঁকা রাখতে হবে। যেমন, প্রথম রাকাতে 'সুরা ফিল' পড়ে দ্বিতীয় রাকাতে 'সুরা কুরাইশ' ফাঁকা রেখে 'সুরা মাউন পড়া যাবে না। তবে কুরাইশ ও মাউন দুইটা ফাঁকা রেখে 'সুরা কাউসার' বা এর পরের যে কোনো সুরা পড়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ