আমার Xiaomi cc9 ফোন। র‍্যাম/রোম - ৬/১২৮, স্ন্যাপড্রাগন ৭১০। ৪০৩০ MAh ব্যাটারি। ১৮ ওয়াট ফাস্ট চার্জ। ফোন এর আপডেট done. MIUI version 12.5.4। এর ডিসপ্লে কয়দিন আগে চেঞ্জ করেছিলাম। সব ঠিক ছিলো। চেঞ্জ করার কতদিন পর থেকে আজ ৩ দিন যাবত ফোন চালানোর সময় ফোন অফ হয়ে যাচ্ছে বারবার। চার্জ থাকা সত্ত্বেও। ফোন চার্জ এ দিয়ে আবার কতক্ষণ চালানো যায়। কিন্তু চার্জ এ থাকাকালিন ও অফ হয়ে যায় ফেসবুকের ভিডিও দেখতে সময়। চার্জ আগের থেকে দেরিতে হয় একটু। এখন কি করব ?


শেয়ার করুন বন্ধুর সাথে
Sakib Ahmed

Call

শো-রুম এ যোগাযোগ করুন।Warranty থাকলে তারাই ঠিক করে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ