Call

একজন মেয়ের মুখমণ্ডল থেকে পায়ের পাতা পর্যন্ত আবৃত করে বাহিরে বের হওয়া ইসলামি শরীয়তে ফরজ। কাজেই, বোরকা ছাড়া এ ধরনের পোশাক পরিধান ইসলাম সমর্থন করেনা। উপরোক্ত ছবির পোশাক জায়েজ নয়। কারণ এতে শরীরের অবয়ব প্রকাশ পায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Masud

Call

স্বামী ছাড়া অপরের চক্ষু জুড়ানোর উদ্দেশ্যে যে সৌন্দর্য প্রদর্শন ও বেশভূষা করা হয় তাকেই বলে "তাবাররুজে জাহেলিয়াত "।এই উদ্দেশ্যে যদি কোন সুন্দর ও উজ্জ্বল বোরকা ব্যবহার করা হয় যা দেখলে চোখের আনন্দ হয় তাও " তাবাররুজে জাহেলিয়াতে" পরিগণিত হবে।এর জন্য কোন আইন প্রণয়ন করা যায় না, এটা নারীর বিবেকের উপর নির্ভরশীল।নিজের মনের হিসাব তাকে নিজেই নিতে হবে এবং দেখতে হবে যে, সেখানে কোন অপবিত্র বাসনা লুকিয়ে আছে কিনা যদি থাকে তা হলে তার জন্য আল্লাহর এই নির্দেশঃ

" জাহিলিয়াতের যুগে যে ধরনের সাজসজ্জা ও ঠাট্টা-ঠমক করে, এখন তা করিও না।( সুরা আল- আহযাব,৩৩)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ