বন্ধু আমি কিছুদিন আগে সিড়ি দিয়ে উপরে উঠার সময় পা পিছলে যায়। সিড়ির কনুইয়ে ব্যাথা পাই ছিড়ে যায়। সেখানে ওষুধ লাগাই। এর কিছুদিন পর আবার পড়ে যায়। এবার একই জায়গায় শুধু আঘাত পাই। ওষুধ লাগাই। ব্যথা কমে যায়। প্রায় নেই বললেই চলে। এখন দেখি হাটু গেড়ে বসলে কয়েক যায়গায় গোল ফুলে যায় মত কি দেখা যায়। আর দাড়ালে আগের আঘাত প্রাপ্ত স্থানে আংশিক গোল করে ফুলা। ব্যাথা নেই। এটা কি টিউমার নাকি স্বাভাবিক? 


শেয়ার করুন বন্ধুর সাথে