আমি একজন প্রবাসি।আমার বয়স ২৫বছর। আমি না বুঝে ই হস্তমৈথুন শুরু করেছিলাম। গত  ১৪বছর ধরে আমি হস্তমৈথুন করছি। কিন্তু এখন আমার লিঙ্গ চিকন ও ছোট হয়ে গেছে । লিঙ্গ ও অন্ডকোশ পূর্বের জায়গা থেকে সরে নিচে ঝুলে গেছে। লিঙ্গ আগের মতো আর দাড়ায় না। অনুভূতি অনেক কম। দূশ্চিন্তায় এখন আমি চাকরি করতে পারছিনা। খেতে পারছিনা,ঘুমাতে পারছিনা।এখন‌ এ সমস্যা কী সম্পুর্ন ভালো করা সম্ভব??? ভবিষ্যতে কি আমি সন্তান জন্ম দিতে পারব ?? আমি কি আমার স্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবো??বি:দ্র: এখন হস্তমৈথুন বাদ দিয়েছি ১ মাস হলো তার পরেও মাঝে মধ্যে হাত দিয়ে নড়চড়া করি তবে বীর্য বাহির করি না।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দুশ্চিন্তার কিছু নেই। হস্তমৈথুন ছেড়ে দিন এবং মানসিকভাবে নিজেকে শক্ত করুন। দীর্ঘদিন হস্তমৈথুনের ফলে মস্তিস্ক এটিকে অস্বাভাবিকভাবে গ্রহন করেছে। যার ফলে লিঙ্গ পূর্বের তুলনায় কম অনূভুতি পাচ্ছে। এই সমস্যাটি হস্তমৈথুন ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে স্বাভাবিক হবে। কিছু উপদেশ মেনে চলার জন্য অনুরোধ করা হলোঃ-

  • প্রয়োজন ছাড়া লিঙ্গে হাত দেওয়া যাবেনা।
  • অশ্লিল কোন ছবি/ভিডিও দেখা বন্ধ করতে হবে।
  • মুসলিম হলে নামাজ/রোজা পরিপূর্ণ পালন করতে হবে।
  • ধূমপানের অভ্যাস থাকলে পরিত্যাগ করতে হবে।
  • সর্বদা মানসিক ভাবে উৎফুল্ল থাকার চেষ্টা করবেন।
  • যৌন রোগ হয়েছে ভেবে ভেঙ্গে পরবেন না, সময়ের সাথে সাথে সমস্যার সমাধান হয়ে যাবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ