শেয়ার করুন বন্ধুর সাথে

ভিত্তি মানে

ভিত্তি [ bhitti ] বি. 1 ভিত, বনিয়াদ, (সুদৃঢ় ভিত্তি স্হাপন করা, সমাজের ভিত্তি); 2 দেওয়াল; 3 মূল, কারণ (অভিযোগ ভিত্তিহীন)।;[সং. √ ভিদ্ + তি]।;ভিত্তিপ্রস্তর বি. বনিয়াদ তৈরির সময় প্রথম যে পাথর বা ইট স্হাপন করা হয়।;ভিত্তিভূমি বি. যে ভূমি জুড়ে ভিত তৈরি করা হয়।;ভিত্তিমূল বি. বনিয়াদের যে অংশ মাটির নীচে থাকে।;ভিত্তিহীন বিণ. কারণহীন, অমূলক।;-ভিত্তিক বিণ. (সমাসের উত্তরপদে) ভিত্তি বা মূলবিশিষ্ট (আদর্শভিত্তিক কর্মসূচী, ব্যক্তিভিত্তিক আন্দোলন)।;[ভিত্‌তি] (বিশেষ্য) ১ ভিত; বুনিয়াদ (ভিত্তি স্থাপন)। ২ দেয়াল; প্রাচীর (ভিত্তিগাত্র)। ৩ মূল; হেতু; কারণ (ভিত্তিহীন)। ৪ খণ্ড; টুকরা। ভিত্তিকা (বিশেষ্য) প্রাচীর; দেয়াল। ভিত্তিচোর (বিশেষ্য) সিঁধেল চোর। ভিত্তিপ্রস্তর (বিশেষ্য) ১ বুনিয়াদের প্রথম প্রস্তরখণ্ড বা ইট। ২ ভিত্তি স্থাপনের স্মারক প্রস্তর ফলক; foundation stone। ভিত্তিভূমি (বিশেষ্য) যে জায়গাব্যাপী ভিত নির্মাণ করা হয়; পত্তন। ভিত্তিমূল (বিশেষ্য) বুনিয়াদের যে অংশ মাটির তলায় থাকে; বুনিয়াদের গোড়া। ভিত্তিহীন (বিশেষণ) অমূলক; মিথ্যা (ভিত্তিহীন সংবাদ)। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্‌+তি(ক্তি)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ