শেয়ার করুন বন্ধুর সাথে

সাদা, শাদা মানে

[শাদা] (বিশেষণ) ১ সফেদ; শুভ্র (কলঙ্কলেশহীন সাদা মেঘপুঞ্জ-মনোজ বসু)। ২ শ্বেতবর্ণ; শ্বেতকায় (সাদা আদমি, সাদা দেয়াল)। ৩ জড়তাশূন্য; অকুটিল; সরল (ব্যাপারটা নিতান্ত সাদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ সহজ (সাদা কথা)। ৫ আড়ম্বরহীন; রঙিন নয় এমন (সাদা কাপড়)। ৬ শান্ত; নম্র (সাদা লোক)। ৭ উদার; মহৎ (সাদা দিল; শাদা দয়া-বুদ্ধদেব বসু)। ৮ অলঙ্কারহীন; অনলঙ্কৃত (সাদা হাত)। ৯ অলিখিত; দাগশূন্য (সাদা কাগজ)। সাদাকে কালো এবং কালোকে সাদা করা (আলঙ্কারিক) (ক্রিয়া) সত্য মিথ্যা বানানো কথা; যা নয় তাই বলা বা করা; নির্জলা মিথ্যা ভাষাণ। সাদাটে (বিশেষণ) বিবর্ণ; সাদার ভাব; অল্প সাদা; সাদা সাদা (পাথর চাপা বিবর্ণ সাদাটে ঘাস-আলাউদ্দীন আল আজাদ)। সাদা দিল (বিশেষ্য) সরল প্রাণ (সে বড় সাদাদিলের ছেলে-নীলিমা ইব্রাহীম)। সাদামাঠা, সাদামাটা (বিশেষণ) আড়ম্বরহীন; কারুকার্যশূন্য; নিরাভরণ (কবরটা অত্যন্ত সাদামাটা-সৈয়দ মুজতবা আলী)। সাদার পাতা (বিশেষ্য) তামাকের পাতা যা চিবিয়ে খাওয়া হয় (সাদার পাতা আনেনি তাই বেজার সবার মন-জসীমউদ্‌দীন)। সাদাসিধা/সাদাসিধে (বিশেষণ) ১ প্রসাধনবিবর্জিত; সরল; শান্ত; নিরীহ (একখানি সাদাসিধে মুখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আড়ম্বরবর্জিত; সাধারণ ধরনের (সাদাসিধা শাড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) সাদ্‌হ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ