শেয়ার করুন বন্ধুর সাথে

শান ১, শাণ মানে

[শান্‌] (বিশেষ্য) ১ কষ্টিপাথর। ২ অস্ত্রাদি তীক্ষ্ন করার জন্য পাথর বা যন্ত্র। ৩ তীক্ষ্ণকরণ; ধারালো। ৪ ধাতু প্রভৃতি পালিশ করা হয় যে যন্ত্র দ্বারা। ৫ করাত। ৬ ইষ্টকাদি নির্মিত স্থান; সিমেন্টে পাকা মেঝে। ৭ পাষাণ। শানওয়ালা (বিশেষ্য) যে শানপাথরে বা যন্ত্রে অস্ত্রাদি তীক্ষ্ণ করার ব্যবসা করে। শান দেওয়া (ক্রিয়া) ১ শানযন্ত্রে বা শানপাথরে অস্ত্রাদি ধার দেওয়া। ২ তীক্ষ্ণ করা। শান পাথর (বিশেষ্য) ১ অস্ত্র তীক্ষ্ণ করার প্রস্তরখণ্ড। ২ যে পাথর-টুকরা ধাতু ইত্যাদি পালিশ করবার কাজে ব্যবহৃত হয়। শান বাঁধানো (বিশেষণ) ইট-পাথরের তৈরি; পাকা (শান বাঁধানো ঘাট)। শানিত, শাণিত (বিশেষণ) ধারালো বা তীক্ষ্ণ করা হয়েছে এমন; নিশিত (একটা শানিত ছুরি)। {(তৎসম বা সংস্কৃত) √শন্‌/শণ্‌+অ(ঘঞ্‌); (আরবি) সেহেন};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ