শেয়ার করুন বন্ধুর সাথে

পলিত মানে

পলিত [ palita ] বি. বার্ধক্যহেতু কেশের শুভ্রতা।;☐ বিণ. 1 বার্ধক্যহেতু শুক্লতাপ্রাপ্ত, পাকা (পালিত কেশ); 2 বৃদ্ধ।;[সং. √ পল্ (গত্যর্থক) + ত]।;পলিতকেশ বিণ. বার্ধক্যের জন্য চুল পেকে গেছে এমন।;[পোলিতো] (বিশেষ্য) বার্ধক্যহেতু কেশের শুক্লতা। □ (বিশেষণ) ১ কর্দম। ২ বৃদ্ধাবস্থার জন্য শুক্লতাপ্রাপ্ত; পাকা (কৃতনরমালা পলিত জটিলা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ বৃদ্ধ। পলিতকেশ (বিশেষণ) ১ বার্ধ্যক্যের কারণে যার চুল পেকে সাদা হয়ে গেছে। ২ বৃদ্ধ। □ (বিশেষ্য) পাকা চুল। {(তৎসম বা সংস্কৃত) □ পল্‌+ত(ক্ত)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ