শেয়ার করুন বন্ধুর সাথে

যাত্রা মানে

যাত্রা [ yātrā ] বি. ১. গমন (তীর্থযাত্রা, পদযাত্রা); ২. প্রস্হান, নির্গমন, রওনা (বাড়ি থেকে যাত্রা করা); ৩. অতিবাহন, যাপন, নির্বাহ (জীবনযাত্রা, সংসারযাত্রা); ৪. দেবতার উত্সববিশেষ (ঝুলনযাত্রা, দোলযাত্রা); ৫. (বাং.) দৃশ্যপটহীন চারদিক খোলা মঞ্চে নাটকাভিনয়বিশেষ (যাত্রার দল); ৬. দফা, বার (এ যাত্রা বেঁচে গেলে); ৭. মিছিল (শোভাযাত্রা)।;[সং. √ যা + ত্র + আ]।;যাত্রাবদল বি. যে-স্হান থেকে যাত্রা আরম্ভ হয়েছিল সেইস্হানে ফিরে এসে নতুন করে যাত্রারম্ভ।;[জাত্‌ত্রা] (বিশেষ্য) ১ গমন (আমাদের যাত্রা হল শুরু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রস্থান; নির্গমন; বের হওয়া (যাত্রা করা)। ৩ যাপন; অতিবাহন (জীবনযাত্রা)। ৪ উৎসব- বিশেষ (রথযাত্রা)। ৫ বহুলোকের শ্রেণিবদ্ধভাবে গমন; মিছিল (শোভাযাত্রা)। ৬ দৃশ্যপটহীন মঞ্চে নাট্যাভিনয় বা গীতাভিনয়বিশেষ (যাত্রাদল)। ৭ দফা; বার (এ যাত্রা ছেড়েউ দিলাম, যাও)। যাত্রাভঙ্গ (বিশেষ্য) শুভযাত্রা না হওয়া। যাত্রার অধিকারী (বিশেষ্য) যাত্রাদলের পরিচালক বা মালিক। {(তৎসম বা সংস্কৃত) √যা+ত্র(ত্রন্‌+আ(টাপ্‌))};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ