Sumya Akter

Call

গায়ে সাদা কালো দাগ থাকলে বুঝবেন যে সেটা ক্রস গরু, মানে ফ্রিজিয়ানের না অন্য জাতের মিক্স আছে। দুধের গরু কেনার ক্ষেত্রে সব সময় দুধ চেক করে নিতে হবে। বিক্রেতাকে না বলে নিজে চলে যাবেন প্রথম বিকালের দুধ কত লিটার হয় তা দেখার জন্য। ভালমত দুধ দোয়ায়ে বাছুরকে খাইয়ে ঠিকতার পরের দিন যাবেন সকাল বেলা দুধ দোয়াতে। এই বিকাল+সকালের দুধ হিসান করলেই আপনি বুঝতে পারবেন ওই গরুটা কত লিটার দুধ দেবে। ভুলেও আগে সকালে এবং এরপর বিকালের দুধ চেক দিবেন না। অবশ্যই আগে বিকালের এরপর সকালের। আর বাজারে একটা কথা চালু আছে তা হলঃ প্রতি লিটার দুধ = ১০,০০০/-। তার মানে দাড়ালো যে গরু ১০ লিটার দুধ দেবে বাছুর সহ ওটার দাম দেবেন ১ লক্ষ টাকা। তবে ভাল জাত, উচ্চতা, গায়ের রঙ ভেদে দাম কম বেশী হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ