শেয়ার করুন বন্ধুর সাথে

করণ অর্থ

করণ [ karaṇa ] বি. ১. সম্পাদন; কার্য; ২. কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক; ৩. ইন্দ্রিয়; ৪. শরীর; ৫. স্হান, ক্ষেত্র; ৬. দফতর, অফিস (তু. মহাকরণ); ৭. (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ; ৮. কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ।;[সং. √ কৃ + অন]।;করণকারণ–বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান।;[করোন্‌] (বিশেষ্য) ১ কার্য; সম্পাদন। ২ কারণ; কার্যের প্রধান সাধন। ৩ (ব্যাকরণ) ক্রিয়া সম্পাদনের প্রধান সহায়ককে করণ কারক বলে। ৪ (ভারতে) অফিস। ৫ (জ্যোতিষশাস্ত্রে) তিথির অংশ বিশেষ। ৬ (দর্শনশাস্ত্রে) ইন্দ্রিয় (অন্তঃকরণ)। করণ কারণ (বিশেষ্য) ১ করণোপযোগী কারণ। ২ বিবাহে আদান-প্রদান সংক্রান্ত অনুষ্ঠান। করণিক (বিশেষ্য), (বিশেষণ) (ভারতে) কেরানি; অফিস সহকারী। করণীয় (বিশেষণ) করার যোগ্য; কর্তব্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অন(ল্যুট্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ