শেয়ার করুন বন্ধুর সাথে

উৎসর্গ অর্থ

[উত্‌শর্‌গো] (বিশেষ্য) ১ সদুদ্দেশ্যে অর্পণ বা বিসর্জন। ২ স্বত্বত্যাগ; দান। ৩ কারো উদ্দেশ্যে নিবেদন। ৪ দেবতার উদ্দেশ্যে দান। ৫ প্রতিষ্ঠা করা। উৎসর্গ-পত্র (বিশেষ্য) গ্রন্থাদির যে পৃষ্ঠায় লিখিতভাবে কারো উদ্দেশ্যে নিবেদন বা সমর্পণের কথা বলা হয়। উৎসর্গীকৃত, উৎসর্গিত (অপপ্রয়োগ) (বিশেষণ) উৎসর্গ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সৃজ্+অ(ঘঞ্)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ