শেয়ার করুন বন্ধুর সাথে

আরজ , আরয অর্থ

[আরজ্] (বিশেষ্য) আবেদন; প্রার্থনা (সে যাইয়া আরজ করিল-রামরাম বসুরাম বসু)। আরজগুজার (বিশেষণ) আবেদনকারী; নিবেদক। আরজদাস্ত (বিশেষ্য) দরখাস্ত; আবেদনপত্র (পুত্রের আরজদাস্ত অনুযায়ী কাননগো দপ্তরে মুহরিগিরিতে পদার্পণ হইলেন-রামরাম বসুরাম বসু)। আরজবেগ, আরজবেগী (বিশেষ্য) আদালতের পেশকার; যে ব্যক্তি রাজা বা বিচারপতির সম্মুখে দরখাস্ত দাখিল বা পাঠ করে (রাজার হীরার বাক্যে হইল সংশয়, আরজবেগীরে কহে লহ পরিচয় -ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)আরদ্}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ