শেয়ার করুন বন্ধুর সাথে

আমলা অর্থ

আমলা১ [ āmalā ] বি. আমলকী। [বাং, তু. হি. আঁওলা]।আমলাতেল–বি. আমলা থেকে তৈরি কেশবর্ধক তেল।আমলা২[ āmalā ] বি. ১. কেরানি; ২. কর্মচারী; ৩. উচ্চপদস্হ কর্মচারী।[আ. আমিল]।আমলাতন্ত্র–বি. যে শাসনব্যবস্হায় উচ্চপদস্হ সরকারি কর্মচারিমণ্ডলই সর্বেসর্বা; bureaucracy.[আম্‌লা] ১ (বিশেষ্য) কেরানি; কর্মচারী। আমলাতন্ত্র (বিশেষ্য) যে শাসনব্যবস্থায় কেবল সরকারি কর্মচারীদের আধিপত্যই বিরাজমান; রাজ কর্মচারীদের শাসন, bureaucracy। আমলা ফয়লা (বিশেষ্য) ছোট বড় কর্মচারী কেরানি প্রভৃতি (আর আমলা-ফয়লার এজাহার যে বিলকুল খেলাপ, এই হচ্ছে হাকিমের দৃঢ় ধারণা-প্রথম চৌধুরী)। {(আরবি)আমলাহ্; (একবচন) আমিল}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ