শেয়ার করুন বন্ধুর সাথে

আমল অর্থ

আমল [ āmala ] বি. ১. সময়, যুগ, কাল (ঠাকুরদার আমল, হাল আমল); ২. রাজত্বকাল, শাসনকাল (আকবরের আমল); ৩. অধিকার (‘কটকে হইল আলিবর্দির আমল’: ভা. চ.); ৪. প্রশ্রয়; গুরুত্ব (কথায় আমল না দেওয়া)।আমল দেওয়া–ক্রি. বি. গ্রাহ্য করা, গুরুত্ব দেওয়া।আমলনামা–বি. জমি ইত্যাদিতে দখল দেওয়ার জন্য লিখিত আদেশ।আমলে আনা–ক্রি. বি. ১. গ্রাহ্য করা (কারও কথাই আমলে আনে না); ২. কোনো কাজ হাতে নেওয়া বা আরম্ভ করা।[আমোল্] (বিশেষ্য) ১ রাজত্বকাল; শাসনকাল (বাদশাহী আমল)। ২ অধিকার; দখল (পরগনা পরগনা হইল আমল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ কাল; সময়; যুগ (তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন-রাজশেখর বসু (পরশু) )। ৪ প্রশ্রয় (মরণের কালি হেথা পায় না আমল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৫ পালন; অনুষ্ঠান (আমল বিহীনে পাপ গুণহীন ধনু-সৈয়দ আলাওল)। আমলদন্তক (বিশেষ্য) সম্পত্তিতে অধিকার দানের দলিল বা অনুজ্ঞাপত্র। আমলদারি (বিশেষ্য) ১ শাসন। ২ রাজস্ব; মালগুজারি। ৩ খাজনা আদায়কারীর পদ। আমল দেওয়া (ক্রিয়া) প্রশ্রয় বা পাত্তা দেওয়া। ২ অধিকার দেওয়া; দখল দেওয়া। আমলনামা (বিশেষ্য) ১ বিষয়াধিকারের হুমুকমনামা; সম্পত্তি ভোগ দখল করার জন্য মালিকের আদেশপত্র। ২ মানুষের পাপপুণ্যের হিসাবপত্র (আরেক ফিরস্তা শাস্তি দিব আমলনামা চাইয়া-পূর্ববঙ্গ গীতিকা)। আমলে আনা (ক্রিয়া) ১ মান্য করা; গণ্য করা (মেয়েটা এ সমস্ত আমলে আনে না-মনোজ বসু)। ২ কোনো কাজ আরম্ভ করা বা তার দায়িত্ব গ্রহণ করা। ৩ প্রয়োগ করা (আইন আমলে আনা)। {(আরবি )আমল্}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ