শেয়ার করুন বন্ধুর সাথে

আগুন , আগুনী ( মধ্যযুগীয় বাংল ) অর্থ

[আগুন্, আগুনি] (বিশেষ্য) অগ্নি (আগুনী জ্বালিল দেহে-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ প্রচণ্ড উত্তাপযুক্ত (আগুন জ্বর)। ২ অগ্নিমূর্তি; অগ্নিশর্মা; অতিশয় ক্রুদ্ধ (আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ-রবীন্দ্রনাথ ঠাকুর)। আগুনকরা (ক্রিয়া) কাঠ, কয়লা ইত্যাদি জ্বালিয়ে আগুন প্রস্তুত করা।আগুনধরা, আগুন লাগা (ক্রিয়া) ১ অগ্নি সংযুক্ত হওয়া। ২(আলঙ্কারিক) অভাব উপদ্রব বিপত্তি বিশৃঙ্খলা প্রভৃতির আবির্ভাব হওয়া। আগুন নিয়ে খেলা করা (ক্রিয়া) বিপত্তিকর জিনিস নিয়ে খেলা করা; অনিষ্টকর জিনিসে হাত দেওয়া।আগুন পোহানো, আগুন পোয়ানো,আগুন তাপানো (ক্রিয়া) আগুনের কাছে বসে তাপ নেওয়া বা হাত-পা গরম করা।আগুন লাগা ⇒ আগুন ধরা। আগুন লাগানো (ক্রিয়া) ১ অগ্নি সংযোগ করা। ২ (আলঙ্কারিক) উত্তেজিত করা বা রাগিয়ে দেওয়া। ৩ ( আলঙ্কারিক) ঝগড়া বাধানো। আগুন হওয়া (ক্রিয়া) ১ অতি ক্রুদ্ধ হওয়া। ২ উত্তপ্ত বা গরম হওয়া। ৩ অতি দুর্মূল্য হওয়া। ঘরে আগুন দেওয়া (ক্রিয়া) গৃহ-বিবাদ বাধানো। { (তৎসম বা সংস্কৃত) অগ্নি>}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ