শেয়ার করুন বন্ধুর সাথে

অন্ন অর্থ

অন্ন [ anna ] বি. ১. ভাত; ২. খাদ্যদ্রব্য (অন্নদাতা)।[সং. √ অদ্ + ত]।[অন্‌নো] (বিশেষ্য) ১ ভাত। ২ আহার্য; খাদ্যদ্রব্য। অন্নওঠা ক্রিয়া ১ জীবিকা রহিত হওয়া। (তোর এখানকার অন্ন উঠেছে)। ২ (আল.) পরমায়ু শেষ হওয়া। অন্নকষ্ট, অন্নভাব (বিশেষ্য) ১ খাদ্যাভাব; আহার্যের অকুলান। ২ দুর্ভিক্ষ; আকাল। অন্নকুট, অন্নকোট (বিশেষ্য) অন্নের পাহাড়; আহার্যের স্তুপ। অন্নক্ষেত্র ⇒অন্নছত্র। অন্নগত প্রাণ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) আহার্য ছাড়া বাঁচে না এমন। অন্নচিন্তা (বিশেষ্য) জীবিকার জন্য উদ্বেগ (অন্নচিন্তা চমৎকারা)। অন্নছত্র,অন্নসত্র, অন্নক্ষেত্র্র (বিশেষ্য) যে স্থানে অন্ন বিতরণ করা হয়। অন্নজল (বিশেষ্য) দানাপানি; আহার্য। অন্নজল ওঠা ক্রি(আল.) আয়ু শেষ হওয়া বা চাকরির মেয়াদ শেষ হওয়া। অন্নদা (বিশেষণ) অন্নদায়িনী; আহার্য প্রদানকারিণী (অন্নদা এ বনে তুমি-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) হিন্দু দেবী দুর্গা। অন্নদাতা (বিশেষণ) আহার্য দানকারী। □ (বিশেষ্য) প্রতিপালক; অভিভাবক। অন্নদাত্রী (স্ত্রীলিঙ্গ)। অন্নদাস (বিশেষণ) অন্নের জন্য যে পরের দাসত্ব করে। অন্ননালি (বিশেষ্য) গ্রাসনালি; oesophagus; gullet। অন্নপানি (বিশেষ্য) আহার্য ও পানি; দানাপানি (নারিকেলের গোপন কোষে অন্নপানি জোগায় গো সে-সত্যেন্দ্রনাথ দত্ত)।অন্নপায়ী (বিশেষণ) আহার্য বস্তু পান করে এমন; চিবিয়ে খেতে অক্ষম (অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যাপায়ী জীব-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্নপূর্ণা (বিশেষ্য) হিন্দুদের দেবী ভগবতী। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আহার্যে পরিপূর্ণ।অন্নপ্রাশন (বিশেষ্য) শিশুদের প্রথম আহার্য গ্রহণের অনুষ্ঠান; মুখে ভাত। অন্নভোজী (বিশেষণ) অন্ন ভোজনে প্রাণ ধারণ করে এমন। অন্নময় (বিশেষণ) অন্নপূর্ণ; অন্নগঠিত। অন্নমুষ্টি (বিশেষ্য) এক মুষ্টি আহার্য; সামান্য খাদ্য (তখন অন্নমুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্নরস (বিশেষ্য) ভুক্ত খাদ্যজাত রসবিশেষ; chyle। অন্নলোভাতুর (বিশেষণ) আহার্যের জন্য কাতর; খাদ্য প্রত্যাশায় ব্যাকুল (মৈত্রেয়ী ভূমার চেয়ে অন্নলোভাতুর-জীবনানন্দ দাশ)। অন্ন সংস্থান (বিশেষ্য) জীবিকার্জন। অন্নসত্র ⇒অন্নছত্র। অন্নহীন (বিশেষণ) নিরন্ন; উপবাসী। □ (বিশেষ্য) ভিক্ষুক। {(তৎসম বা সংস্কৃত)√অদ্+ত(ক্ত); √অন্ +ন(নন্)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ