শেয়ার করুন বন্ধুর সাথে

অন্ধিসন্ধি অর্থ

অন্ধিসন্ধি [ andhi-sandhi ] বি. ১. ফাঁক, ফাঁকফোকর, রন্ধ্র; ২. গুপ্ত তথ্য (সমস্ত অন্ধিসন্ধি তার জানা); ৩. মনের কথা।[বাং. অন্ধি + সন্ধি]।[ওন্‌ধিশোন্‌ধি] (বিশেষ্য) ১ ছিদ্র; ফাঁক; রন্ধ্র। ২ ভিতরের কথা; গুপ্ত তথ্য (মনের অন্ধিসন্ধি)। ৩ উদ্দেশ্য; হদিস(ডুবুরী ডুবিলেও অন্ধিসন্ধি পাইত না-প্যারীচাঁদ মিত্র)। ৪ উপায়; উদ্যোগ (অন্ধিসন্ধি করে কত কেমনে মিটে আশ- ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) রন্ধ্র> অন্ধি; সন্ধান>সন্ধি; দ্বন্দ্ব সমাস}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ