শেয়ার করুন বন্ধুর সাথে

অন্ধকার অর্থ

অন্ধকার [ andha-kāra ] বি. ১. আলোর অবাব; তমঃ, তিমির; ২. অজ্ঞতা (মনের অন্ধকার)।বিণ. অন্ধকারময় (অন্ধকার ঘর)।[সং. অন্ধ + √ কৃ + অ]।অন্ধকার দেখা–ক্রি. বি. বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া।অন্ধকারে ঢিল্ মারা–কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)।অন্ধকারে থাকা–ক্রি. বি. কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা।অন্ধকারে হাতড়ানো–ক্রি. বি. ১. চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; ২. কোনো বিষয়ে স্হির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা বা অনুমান করা।[অন্‌ধোকার্‌] (বিশেষ্য) আলোর অভাব; তিমির; তমঃ; আঁধার। □ (বিশেষণ) অন্ধকারময়; তমিস্র (অন্ধকার রাত্রি)। অন্ধকারদেখা ক্রিভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়া। অন্ধকারদেখানো ক্রিয়া বিপদে ফেলে অভিভূত করা। অন্ধকারে ঢিল মারা ক্রিয়া আন্দাজ বা নিছক অনুমানের উপর নির্ভর করে কোনো কাজ করা অথবা কোনো বিষয়ে মন্তব্য করা। অন্ধকারে থাকা ক্রিয়া কোনো বিষয়ে অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রিয়া অনুমানের উপর নির্ভর করে পথ চলা বা কোনো বিষয়ে অনুসন্ধান করা। {(তৎসম বা সংস্কৃত)অন্ধ+√কৃ+অ(অণ্)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ